অনলাইন ডেস্ক | আগামী সকাল:
ভালোবাসা মানে শুধু রূপ নয়—ভালোবাসা মানে দায়িত্ব, সম্মান, আর কারো ভবিষ্যতের পাশে থাকা। এমনই এক মানবিক উদাহরণ তৈরি করেছেন মুন্সিগঞ্জের ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি রাশিদ।
রাশিদের পরিচয় হয় এক আত্মীয়ের মাধ্যমে রুবিনার সঙ্গে। রুবিনা একজন বিধবা নারী, কয়েক মাস আগে এক দুর্ঘটনায় তার স্বামী মারা যান। কোলে ছোট্ট কন্যা সন্তান নিয়ে সমাজের চোখে তিনি হয়ে উঠেছিলেন এক ‘বোঝা’। কিন্তু রাশিদের চোখে তিনি ছিলেন এক সংগ্রামী মা, একজন পরিপূর্ণ নারী।
সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছিল, রাশিদ তখন হাতে হাত রেখেছিল। পরিবার ও সমাজের নানা বাধা পেরিয়ে রাশিদ প্রমাণ করেছে—ভালোবাসা শুধু হৃদয়ের নয়, দায়িত্বেরও। অবশেষে আয়োজন হয় তাদের বিয়ের। রুবিনা নতুন জীবনে পা রাখেন তার কন্যাসন্তানসহ, আর রাশিদ তাকে আর তার সন্তানকে সাদরে গ্রহণ করে নিজের জীবনে।
তাদের বিয়ের মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসার বন্যা বইয়ে যায়। কেউ কেউ বলেন, “এই ছবি শুধু বিয়ের নয়, এটি মানবতার প্রতিচ্ছবি।”
এই গল্প প্রমাণ করে, সমাজ বদলাতে গেলে একজন রাশিদের মতো সাহসী মানুষেরই দরকার। যেখানে সবাই কাঁধ ফিরিয়ে নেয়, সেখানে কেউ যদি হাত বাড়িয়ে দেয়—সেটিই হয় আসল ভালোবাসা।