October 17, 2025, 1:30 pm
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

বগুড়ার শেরপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে ৪ জন আহত!

Md Al Mamun

বগুড়ার শেরপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে ৪ জন আহত

বগুড়া শেরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কমপক্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চক মদনপুর গ্রামে প্রতিবেশীর সাথে জমিজমা নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের কমপক্ষে ৪ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ২ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন একই গ্রামের মৃত এবারত আলীর পুত্র নজরুল ইসলাম (৬৫) ও মৃত ময়ান শেখের পুত্র মো. সুলতান মাহমুদ (৫৫)। তারা উভয়েই বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় শেরপুর থানায় পৃথক ২টি মামলা হয়েছে।
মামলার আর্জিতে একপক্ষ দাবী করেন, সোমবার সকালে বাড়ির প্রাচীর নির্মাণের সময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে তার চাচা নজরুর ইসলাম ও সুলতান মাহমুদের উপর হামলা চালায়। এ সময় তারা গুরুতর আহত হন। মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন, চক মদনপুর গ্রামের জয়নাল শেখের পুত্র মো. জিয়া শেখ (৪২), জিয়া শেখের স্ত্রী জোছনা খাতুন, মৃত টিক্কা শেখের পুত্র মো. রাহাত শেখ (৩২) ও আপন শেখ (২০), মৃত জয়নাল শেখের স্ত্রী বাছির বেওয়া ও পুত্র মোঃ আইয়ুব শেখ (৪২)।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যেই মারামারির ঘটনা ঘটেছে। দুই পক্ষের লোকজনই আহত হয়েছেন। এ কারণে এ ঘটনায় উভয় পক্ষই থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন