এইচ বি সুমন আলী, স্টাফ রিপোর্টার, বরগুনা
মৃত্যুর পর নয়, জীবিত থাকতেই বাবার কূলখানির আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরগুনার তালতলী উপজেলার নয়াভাইজোড়া গ্রামের আশ্রাফ আলী সর্দারের সন্তানরা। এমন ব্যতিক্রমী ভালোবাসা ও কৃতজ্ঞতায় মুগ্ধ পুরো গ্রামবাসী।
জীবনের শেষপ্রান্তে এসে এমন সম্মান পেয়ে আবেগে ভেসেছেন আশ্রাফ আলী। দোয়া মাহফিলে উপস্থিত থেকে তিনি বলেন,
“সন্তানদের এমন আয়োজন দেখে মনে হচ্ছে আজই বুঝি চলে যাবো। আল্লাহ যেন এমন ভালোবাসা সবাইকে দেন।”
জানা গেছে, আশ্রাফ আলীর সৌদি প্রবাসী কন্যা তাজেনূর মানত করেছিলেন—তার গৃহপালিত গাই গরু যদি একের পর এক গরু জন্ম দেয়, তাহলে বাবার জীবদ্দশাতেই কূলখানি ও দোয়ার আয়োজন করবেন। সেই মানত পূরণ হওয়ায় পরিবারের সব ভাইবোন মিলে আয়োজন করেন এক বিশাল দোয়া মাহফিল ও ভোজের।
এই ব্যতিক্রমী আয়োজনে প্রায় দুই হাজারেরও বেশি মানুষকে আপ্যায়ন করা হয়। কেবল আত্মীয়স্বজনই নয়, গ্রামের সাধারণ মানুষরাও এতে অংশ নেন এবং এক অপূর্ব মানবিকতার সাক্ষী হন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকেই জানান,
“সাধারণত মৃত্যুর পর কূলখানি হয়। কিন্তু জীবিত অবস্থায় এমন আয়োজন যে এতটা হৃদয়স্পর্শী ও অর্থবহ হতে পারে, তা আগে ভাবিনি।”
আশ্রাফ আলীর সন্তানেরা বলেন,
“ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ শুধুই মৃত্যুর পরে কেন? প্রিয়জন যখন বেঁচে থাকেন, তখনই যেন তিনি ভালোবাসা অনুভব করতে পারেন।”
সন্তানদের এমন মানবিক উদ্যোগে শুধু পরিবার নয়, পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে প্রশংসার ধ্বনি। এই আয়োজন আজীবন থেকে যাবে একটি হৃদয়স্পর্শী উদাহরণ হিসেবে।