May 23, 2025, 10:14 am

ছাতকে ১৪ দফা দাবিতে সাংবাদিকদের কলম বিরতি

জুনেদ আহমেদ রুনু

সুনামগঞ্জের ছাতকে ১৪ দফা দাবিতে কলম বিরতি পালন করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সদস্যরা। মঙ্গলবার (২০ মে) দুপুরে ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা কমিটির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএমএসএফ ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ আখতারুজ্জামান, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ফোরামের সহ-সভাপতি অজিত কুমার দাশ ও আরিফুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও হাকিম ফারুক আহমদ নুমান, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, রাফি হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মফস্বল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বীকৃতি প্রদান এবং সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে এই আন্দোলন আরও বিস্তৃত আকারে চালিয়ে যাওয়া হবে।”

উল্লেখ্য, ১৪ দফা দাবির মধ্যে রয়েছে—সংবাদের স্বাধীনতা রক্ষা, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন, মিথ্যা মামলা প্রত্যাহার, স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের চিকিৎসা সহায়তা ও ঝুঁকিভাতা প্রদান, প্রেস কার্ড সরবরাহ, বেতন কাঠামো নির্ধারণ, পিআইডির তালিকায় অন্তর্ভুক্তি প্রভৃতি।

সাংবাদিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন