বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-তে ক্যাম্পাসভিত্তিক লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়, যা বিগত ‘জুলাই বিপ্লব’-এর সময় শিক্ষার্থীদের অন্যতম দাবির প্রেক্ষিতে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলে সিট বাণিজ্যসহ সমাজ ও রাষ্ট্রবিরোধী সকল কর্মকাণ্ড সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড চালানো যাবে না।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কেউ এসব নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। প্রয়োজনে দেশের প্রচলিত আইনের আওতায়ও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
এ লক্ষ্যে ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেউ লেজুড়বৃত্তিক রাজনীতি কিংবা সংশ্লিষ্ট অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে, উক্ত কমিটি অভিযোগ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
এ সিদ্ধান্তে ক্যাম্পাসে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা বন্ধ হয়ে এক ইতিবাচক পরিবেশ গড়ে উঠবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।