শাজাহানপুরে বৈষম্য বিরোধী ছাত্রসমাজের উদ্যোগে Gen-Z ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে বৈষম্য বিরোধী ছাএ সমাজের আয়োজনে Gen-Z ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত শুক্রবার(০৪ অক্টোবর) বিকেলে উপজেলার খরণা ইউনিয়নের দাড়িগাছা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খরনা ইউপি সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোস্তফা কামরুজ্জামানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, খরনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাফিজার রহমান কাজল, সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, বিএনপি নেতা আনোয়ার মাস্টার, রফিকুল ইসলাম রফিক, মাশফিকুর রহমান মামুন, আতাহার আলী কাইয়ুম,উপজেলা বিএনপির সহক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল, আবুল কালাম, মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু,যুবদলনেতা সাজু,স্বেচ্ছাসেবক দলের মশিউর রহমান রকি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ,সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন,উপজেলা জাসাস সভাপতি আনোয়ার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন রকি, খরনা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলী সাজু, সিরাজুল ইসলাম, মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা সুজন, রাসেল,উপজেলা ছাত্র দলের নেতা ইমতিয়াজ পায়েল, সারিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসীরা উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টে উপজেলার সোগাগীপাড়া একাদশ ক্লাব দল ২-০ গোলে উপজেলার আড়িয়া বাজার স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে।