October 17, 2025, 11:04 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

বিদেশে উচ্চ শিক্ষার ভিসা সাক্ষাৎকার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো যুক্তরাষ্ট্র

মোঃ নিজামুল ইসলাম

বিদেশে উচ্চ শিক্ষার ভিসা সাক্ষাৎকার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট (আবেদনকারীদের সাক্ষাৎকারের সূচি) নির্ধারণ অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে।

বুধবার (২৮ মে) যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এপি।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সই করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই-বাছাইয়ের বিষয়ে নির্দেশিকা জারি করার পরিকল্পনা করছে পররাষ্ট্র দপ্তর।

প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং এর সময়সূচি সম্প্রসারণের প্রস্তুতি হিসেবে কনস্যুলেট বিভাগগুলোতে নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেয়া যাবে না বলে নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে স্থগিতাদেশ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, ভিসার জন্য আবেদনকারী ব্যক্তিদের যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট সকল সিস্টেম ব্যবহার করে যুক্তরাষ্ট্র।

তিনি আরো বলেন, এখানে কারা আসছে, তারা ছাত্র হোক বা অন্য কেউ, তা মূল্যায়ন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো।

সিবিএস জানিয়েছে গত মাসে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিলো যে, তারা কিছু ভিসা আবেদনকারীর, যার মধ্যে শিক্ষার্থী ভিসা প্রার্থীরাও অন্তর্ভুক্ত, ‘সোশ্যাল মিডিয়ায় ইহুদিবিরোধী কার্যকলাপ এবং ইহুদি ব্যক্তিদের শারীরিক হয়রানির’ জন্য স্ক্রিনিং করবে।

ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনিপন্থী আন্দোলনের কারণে ইতিমধ্যে কিছু ছাত্রকে বহিষ্কার করার চেষ্টা করেছে। সম্প্রতি শিক্ষার্থীরা যাতে ভিসার শর্তগুলো মেনে চলে এবং শিক্ষার্থী পরিচয় বজায় রাখে সে ব্যাপারেও সতর্ক থাকার কঠোর নির্দেশও দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন