এস কে সামিউল ইসলাম
মেহেরপুর প্রতিনিধি:
“দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে”—এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে মেহেরপুরে। রোববার (১ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
সকালে জেলা প্রাণিসম্পদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। পরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার ব্যানার্জী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান।
ভেটেরিনারি সার্জন ডা. সৈয়দ ছাকিবুল ইসলাম-এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মুজিবনগর ইউএলও ডা. হামিদুল আবিদ, গাংনী ইউএলও ডা. মোতালেব হোসেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন গরু ও ছাগল খামারিরা।
বক্তারা নিরাপদ ও পুষ্টিকর দুধ উৎপাদন, দুধের খাদ্যগুণ ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি খামারিদের দক্ষতা বৃদ্ধিতে সরকারপ্রদত্ত বিভিন্ন সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচির ওপর জোর দেন।
দিবসটি ঘিরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সুশৃঙ্খল ও সচেতনতামূলক পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠান জেলার খামারি ও দুধ উৎপাদকদের মধ্যে উৎসাহ জুগিয়েছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।