July 19, 2025, 2:57 pm
শিরোনাম :
“চিকিৎসকদের অবহেলা ও ভুল সিদ্ধান্তে রোগীর মৃত্যু হৃদয় হত্যার রহস্য উদঘাটন: জুয়া, প্রতারণা ও নির্মম শ্বাসরোধ মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথেই থেমে গেল তিন শিশুর জীবন ভাড়াটে লোক এনে জমি দখলের চেষ্টা, এবার রাতের আঁধারে সন্ত্রাসী হামলা হেলমেট না থাকলে মাথা উড়েই যেত-চাঁদার দাবিতে চাপাতির কোপ রাজবাড়ীর ইয়াবা সম্রাট ইসহাক গ্রেফতার, ৪৫০ পিস ইয়াবাসহ বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন এফবিসিসিআই নির্বাচন: আতিকুর রহমানের পক্ষে গণজোয়ার শেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ ১৫ বছর ধরে চালিয়ে গেছেন প্রতারণা -অবশেষে পুলিশের জালে ধরা

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

মিরাজ হুসেন প্লাবন

মোঃ রাহিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস।

রোববার (০১ জুন) সকাল থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

দিবসটির শুরুতে আয়োজিত র‌্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। সভা সঞ্চালনা করেন শিবগঞ্জের ভেটেরিনারি সার্জন ডাঃ আবু ফেরদৌস।

সভায় আরও বক্তব্য রাখেন—

জেলা সিভিল সার্জন মোঃ এ কে এম সাহাব উদ্দিন,

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান,

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম,

জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ কবীর উদ্দীন আহমেদ (স্বাগত বক্তব্য),

এবং জেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি ও খামারি প্রতিনিধি মুনজের আলম মানিক।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,
“দুধ শুধু পুষ্টির প্রধান উৎস নয়, এটি গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের সুষ্ঠু বিকাশ ও সুস্থ প্রজন্ম গঠনে দৈনিক দুধপান অভ্যাসে পরিণত করতে হবে।”

আয়োজকরা জানান, দুগ্ধপান বিষয়ে সচেতনতা বাড়াতেই এই আয়োজন। পাশাপাশি খামারিরাও এমন আয়োজন প্রতি বছর জেলা পর্যায়ে করার ওপর গুরুত্বারোপ করেন।

শেষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

—সমাপ্ত—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন