জেলা প্রতিনিধি, রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা:
রাজবাড়ীবাসীর বহুপ্রতীক্ষিত দাবি পূরণে অবশেষে চালু হলো রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার গুলিস্তান পর্যন্ত বিআরটিসির (এসি) বাস সার্ভিস। ঈদকে সামনে রেখে এই বিশেষ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শুক্রবার (৬ জুন) সকালে শ্রীপুর বাসস্ট্যান্ডে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা। ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার কামরুল ইসলাম। এছাড়া ডিবিসি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারাও বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিসি চেয়ারম্যান বলেন, “রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল পদ্মা সেতু হয়ে রাজধানী পর্যন্ত বাস সার্ভিস চালুর। আজ আমরা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি। বিআরটিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং আমরা রাজবাড়ীতে বিআরটিসির একটি ডিপো স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছি।”
তিনি আরও জানান, ডিপোর জন্য প্রয়োজনীয় জমির বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। জমির ব্যবস্থা হলেই দ্রুত ডিপোর কাজ শুরু করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপপরিচালক (স্থানীয় সরকার) মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জানা গেছে, বিআরটিসির এই এসি বাস প্রতিদিন সকাল সাড়ে ৬টায় রাজবাড়ীর নতুন বাজার (মুরগীর ফার্ম) থেকে ছেড়ে পদ্মা সেতু হয়ে গুলিস্তান পর্যন্ত নিয়মিত চলাচল করবে।