সুমন আহমদ, সিলেট প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন ভিত্তিক মানবিক সংগঠন আশার আলো প্রবাসী সোসাইটির পক্ষ হতে (৭)টি পরিবারের নিকট লক্ষাধিক টাকা প্রদান সম্পন্ন।
যাদের’কে অনুদান দেওয়া হয়েছে,
মোঃ আকবর আলী, ক্যান্সার রোগে আক্রান্ত
মোঃ তাজুদ আলী, ক্যান্সার রোগে আক্রান্ত
মোঃ তাজু মিয়া*পায়ের আঙ্গুলের অপারেশনের জন্য’
ক্বারী মোঃ মাসুক আলী,পায়ের আঙ্গুলের অপারেশনের জন্য’
এবং মোঃ রহমান জালু মিয়া সাহেব, মোঃ আহমদ আলী সাহেব, মোঃ তাজুদ আলী। আছিয়া বেগম স্বামী তোতা মিয়া,
এ সময় উপস্থিত ছিলেন :- সহ-সভাপতি মোঃ ইব্রাহিম আলী,
সহ -সাধারণ সম্পাদক, মোঃ ইমরান আহমদ,
সহ -সাংগঠনিক সম্পাদক, মোঃ ফিরোজ আলী
সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ কয়ছর আলী
আশার আলো প্রবাসী সোসাইটির সভাপতি বলেন:- মোঃ ইশ্রাব আলী (সোহাগ) সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন, তেমনি একটি সুন্দর সমাজ গড়তে হলে প্রয়োজন মানবতা।
নির্বাহী পরিষদ:-
বিবৃতি:- প্রধান উপদেষ্টা, মাহবুবুর রহমান সেলিম, সিঃ উপদেষ্টা, জহিরুল ইসলাম গয়াছ ,সিঃ উপদেষ্টা, মাওলানা আবু ছালেহ মোহাম্মদ আব্দুল হাই ,সিঃ উপদেষ্টা, হারিছ আলী উপদেষ্টা, শামীম আহমদ
সভাপতি, মোঃ ইশ্রাব আলী (সোহাগ)
সহ-সভাপতি, মোঃ নেছার আলী,
সহ-সভাপতি,আবুল কালাম আজাদ,
সহ-সভাপতি, মোঃ রইস উদ্দিন,
সাধারণ সম্পাদক, মোঃ রুহুল (আমিন)
সহ- সাধারণ সম্পাদক, হাফিজ ক্বারী আব্দুস (শহীদ)
সহ-সাধারণ সম্পাদক, মোঃ কমর উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক, মোঃ সমুজ মিয়া,
অর্থ বিষয়ক সম্পাদক, আরব আলী (আরজু)
সহ-অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ সেলিম (আহমদ)
ধর্ম বিষয়ক সম্পাদক ,ক্বারী আব্দুল (ছালাম)
প্রচার বিষয়ক সম্পাদক, আফরোজ আলী
আশার আলো প্রবাসী সোসাইটি প্রবাসীদের উদ্যোগে পরিচালিত একটি মানবিক সংগঠন, যারা নিয়মিত অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়িয়ে সমাজে সহানুভূতির বাতি জ্বালিয়ে যাচ্ছে।