July 8, 2025, 1:18 am

মৌলা ব্রীজ ভাঙার কারণে নোয়ারাই-নরসিংপুর সড়কে দুর্ভোগ চরমে

মিরাজ হুসেন প্লাবন

সুমন আহমদ, সিলেট প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে নোয়ারাই জোড়াপানি-নরসিংপুর সড়কের নোয়ারাই ইউনিয়নের মৌলা গ্রামের কাছে মৌলা খালের ব্রীজ গত ১০ জুন রাতে আকস্মিকভাবে ভেঙ্গে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ছাতকের নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়নের পাশাপাশি দোয়ারাবাজার ও কোম্পানিগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত ও বাণিজ্যে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

ব্রীজ ভেঙ্গে যাওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে দুই উপজেলার হাজার হাজার মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প পথ না থাকায় প্রতিদিনের যাতায়াত কঠিন হয়ে উঠেছে। দোয়ারাবাজার ও কোম্পানিগঞ্জের বালু-পাথর মহল এলাকায় যাওয়ার জন্য ঐ সড়কটি অপরিহার্য, ফলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

স্থানীয়রা দ্রুত ব্রীজটির সংস্কারের দাবি জানিয়েছেন। নোয়ারাই ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় রাজনৈতিক নেতারা জানান, ব্রীজ ভেঙ্গে যাওয়ার পর থেকেই তারা শহরে অবস্থান করতে বাধ্য হচ্ছেন।

সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন,
“এই ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় তিন উপজেলার মানুষের চলাচলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। দ্রুত নতুন ব্রীজ নির্মাণ জরুরি।”

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা সাময়িক যোগাযোগ ব্যবস্থার জন্য আগামীকাল থেকে কাজ শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম ব্রীজ সংস্কারের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয়রা আশাবাদী, খুব শিগগিরই সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন