July 30, 2025, 11:54 am
শিরোনাম :
স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন পাতা দিয়ে “টাকা” বানিয়ে বিস্কুট কিনলো পথকুকুর

দোয়ারাবাজারে রোকসানা হত্যার প্রতিবাদে জনতার মানববন্ধন

মিরাজ হুসেন প্লাবন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নিয়ামতপুর গ্রামের গৃহবধূ রোকসানা বেগম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও মূল অভিযুক্ত ঘাতক জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তিন সন্তানের জননী রোকসানার নির্মম হত্যার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে শুক্রবার বাদ জুমা পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামে শ্রীপুর-কপলা সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা বলেন, “এই ঘৃণ্য ও নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং ঘাতক জসিমের ফাঁসি নিশ্চিত করতে হবে।”

তারা আরও বলেন, “যদি এই ঘটনার সুষ্ঠু বিচার না হয়, তবে গ্রামবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন:

অ্যাডভোকেট সালেহ আহমদ

সমাজকর্মী তাইবুর রহমান

মোশাহিদ আলী

নিজাম উদ্দিন

ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন

কবির আহমদ

রেজাউল করীম

সুমন মিয়া

আজমন আলী

মোশাহিদ

দেলোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা রোকসানা হত্যাকাণ্ডকে একটি হৃদয়বিদারক ও জঘন্য অপরাধ হিসেবে আখ্যায়িত করে বলেন, “এই ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন