বিদায়ী বছর ২০২৪-কে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি চলছে চারদিকে। এই সময়ে একবার ফিরে দেখা যায়, বছরজুড়ে মানুষ কী নিয়ে
সবচেয়ে বেশি আলোচনা করেছে, কাদের নিয়ে কৌতূহল ছিল বেশি, আর কোন ঘটনাগুলো জায়গা করে নিয়েছে শীর্ষ সার্চ তালিকায়।
গুগল প্রতি বছরই তাদের সার্চ ট্রেন্ড বিশ্লেষণ করে প্রকাশ করে ‘ইয়ার ইন সার্চ’। চলুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে
যেসব বিষয়:
ইভেন্ট
২০২৪ সালে ক্রীড়া ইভেন্টগুলো গুগল সার্চের শীর্ষে ছিল।
কোপা আমেরিকা শীর্ষস্থান দখল করেছে।
দ্বিতীয় স্থানে ছিল উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ।
তৃতীয় স্থানে রয়েছে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এছাড়াও, ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ, প্রয়াত গায়ক ওয়ান ডিরেকশন সদস্য লিয়াম পেইন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আইফোন-১৬ ও
প্যারিস অলিম্পিক গেমস ছিল সার্চ তালিকায়।
ব্যক্তি
২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা ব্যক্তিরা হলেন:
ডোনাল্ড ট্রাম্প
প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন
কমলা হ্যারিস
ইমান খলিফ
জো বাইডেন
শব্দ
এ বছর সবচেয়ে বেশি সার্চ করা শব্দগুলোর মধ্যে ছিল:
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত সংবাদ
নিউ ইয়র্ক টাইমস গেইম কানেকশনস
নিউ ইয়র্ক ইয়াঙ্কিস
সংবাদ
গুগল নিউজে সবচেয়ে আলোচিত ছিল ‘ইউএস ইলেকশন’। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন স্বাভাবিকভাবেই ২০২৪ সালের
অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল।
প্রয়াত ব্যক্তি
এ বছর প্রয়াতদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে:
লিয়াম পেইন
টবি কিথ
ওজে সিম্পসন
শ্যানেন ডোহার্টি
আকিরা তোরিয়ামা
২০২৪ সালের গুগল সার্চ ট্রেন্ড আমাদের দেখায় কোন ঘটনা, ব্যক্তি ও শব্দ নিয়ে মানুষের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। নতুন বছরে কী অপেক্ষা করছে,
সেটাই এখন দেখার বিষয়।