July 8, 2025, 8:36 pm

কারাগারে বসে বাদীকে বিয়ের পর জামিন পেলেন গায়ক নোবেল

মিরাজ হুসেন প্লাবন

ঢাকার ডেমরায় ধর্ষণ, অপহরণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলার আসামি গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। কারাগারে বসেই মামলার বাদী ইডেন কলেজের সাবেক শিক্ষার্থীকে বিয়ে করার পাঁচ দিনের মাথায় মঙ্গলবার (২৪ জুন) তার জামিন মঞ্জুর করা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এক হাজার টাকা মুচলেকায় নোবেলের জামিন মঞ্জুর করেন। আদালতে উপস্থিত থেকে বাদী জানান, নোবেলের জামিনে তার কোনো আপত্তি নেই।

এর আগে ১৮ জুন উভয়ের সম্মতিতে আদালতের নির্দেশনায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও ইসরাত জাহান প্রিয়ার বিবাহ সম্পন্ন হয়। এ বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা। কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে এই বিয়ে solemnize করা হয়।

জামিন আবেদনে বলা হয়, বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলা দায়ের করা হয়েছিল এবং বর্তমানে তারা শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বাদীর জিম্মায় জামিন দিলে তার কোনো আপত্তি নেই।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ মে গভীর রাতে ডেমরার স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়। অভিযোগ ছিল, ২০২৩ সালের ১২ নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে এক ছাত্রীকে বাসায় ডেকে এনে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন তিনি। মোবাইল ভেঙে ফেলার পাশাপাশি ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানতে পারে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা নেয়। পরে ডেমরা থানায় নোবেলের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়।

আদালত মামলার শুনানি শেষে আসামির পক্ষের উপস্থাপিত তথ্য ও বাদীর সম্মতির ভিত্তিতে জামিন মঞ্জুর করেন। তবে মামলার তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন