July 8, 2025, 9:27 pm

মুক্তারপুরে রহস্যজনক মৃত্যু: সেতুর নিচে মিলল নারীর নিথর দেহ

আক্কাছ আলী

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর সিঁড়ির নিচ থেকে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মাসুদা বেগম (৬২)। তিনি সদর উপজেলার মালির পাথর এলাকার মৃত পানা উল্লাহ বেপারির মেয়ে।

শুক্রবার (২৭ জুন) সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মাঠে ফুটবল খেলতে গিয়ে সেতুর সিঁড়ির নিচে এক নারীকে পড়ে থাকতে দেখে কয়েকজন শিশু। প্রথমে বিষয়টি ততটা গুরুত্ব না দিলেও খেলা শেষে কাছে গিয়ে দেখে, ওই ব্যক্তি নিথর অবস্থায় পড়ে আছেন এবং কোনো সাড়া দিচ্ছেন না। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বেলা ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, মাসুদা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আশপাশে ঘোরাফেরা করতেন। এক প্রত্যক্ষদর্শী জানান, “গত রাত একটা পর্যন্ত তাকে আমাদের গলির পাশে কথা বলতে শুনেছি।”

তবে ঘটনার প্রকৃতি অনেকটাই রহস্যজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতের এক চোখ উপড়ে ফেলা হয়েছে এবং একটি কান ছিঁড়ে গেছে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া, তার পরনের কাপড়ও অন্য স্থানে পড়ে থাকতে দেখা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্তাধীন বলে জানানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন