ইরানে ইসরায়েলের হামলার আগাম সতর্কবার্তা, আকাশেই প্রতিহত ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা
টানা এক মাস ধরে ইরানে হামলার হুমকি দিয়ে আসা ইসরায়েল অবশেষে শুক্রবার রাতেই দেশটির রাজধানী তেহরানে হামলা চালিয়েছে। তবে ইসরায়েলের হামলায় উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি, কারণ ইরানের প্রতিরক্ষা বাহিনী আকাশেই প্রতিটি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ এবং টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, ইসরায়েল আগেই তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানকে হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছিল, যার ফলে ইরান সময়মতো প্রস্তুতি নিতে সক্ষম হয়।
প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তেহরানকে জানায় যে হামলা স্বল্প পরিসরে হবে এবং পাল্টা আক্রমণ না করার পরামর্শও দেয়। এরই পরিপ্রেক্ষিতে ইরান আগে থেকেই প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখে, যা ইসরায়েলের প্রতিটি আক্রমণ প্রতিহত করতে সাহায্য করেছে।
ইরানে হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, মোসাদ প্রধান এবং শিন বেতের প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল পাল্টা আক্রমণের আশঙ্কায় দেশের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা। ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি পরে জানান, ইরানে তাদের আক্রমণ সম্পূর্ণ হয়েছে এবং এখন আর নতুন আক্রমণের পরিকল্পনা নেই।
শুক্রবার রাতে তেহরান এবং এর নিকটবর্তী কারাজ শহরে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা মূলত ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কারণে সৃষ্টি হয়েছিল বলে জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।