October 16, 2025, 11:26 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

মুন্সিগঞ্জে জিওব্যাগের অভাবে ভয়াবহ পদ্মা ভাঙন

আক্কাছ আলী

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি :

মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের শম্ভুহালদারকান্দি এবং টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় কান্দাবাড়ী গ্রামে পদ্মার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন বসতভিটে ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কয়েক ডজন পরিবার ঘর হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, নদীর কিনার ঘেঁষে থাকা চায়না মল্লিকের (৬০) বসতভিটার পাশেই তীব্র ভাঙন চলছে। আতঙ্কে কাঁপছেন তিনি। কয়েক হাত দূরে তার ঘরটি নদীগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায়। ইতোমধ্যে ১০–১৫টি ঘর সরিয়ে নিতে বাধ্য হয়েছেন স্থানীয়রা।

ভাঙনের শিকার রেখা মল্লিক বলেন, “কোথায় যামু? কয়টা জিওব্যাগ ফালাইলে ঘরটা হয়তো বাঁচাইতাম। কিন্তু এখন সারারাত মনে হয় ভিটা নদীতে তলায়ে যায়।”

অন্যদিকে স্থানীয় মলিন রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বারবার পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে বলেছি। কিন্তু কেউ উদ্যোগ নেয় নাই। দুর্গাপূজা সামনে, অথচ আনন্দ নেই কারও মনে।”

শুধু শম্ভুহালদারকান্দি নয়, টঙ্গীবাড়ীর দিঘীরপাড় কান্দাবাড়ী ও আশপাশের মহেশপুর, সরদারকান্দি গ্রামেও প্রতিদিন নতুন নতুন বসতি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। সম্প্রতি কিছু এলাকায় জিওব্যাগ ফেলা হলেও শম্ভুহালদারকান্দি ও দিঘীরপাড় কান্দাবাড়ীর বাসিন্দারা বঞ্চিত থাকায় ভাঙন আরও তীব্র হচ্ছে।

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক জানান, বর্তমানে এসব এলাকায় আলাদা কোনো প্রকল্প নেই। তবে অচিরেই জিওব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হবে এবং দীর্ঘমেয়াদী সমাধানও বিবেচনায় রয়েছে।

স্থানীয়রা বলছেন, দুর্গাপূজার আনন্দের বদলে এখন তারা দিন কাটাচ্ছেন ভাঙনের দুঃসহ বাস্তবতায়। প্রতিদিন পদ্মা নদীর গহ্বরে হারিয়ে যাচ্ছে তাদের ভিটেমাটি, জীবিকা আর ভবিষ্যতের স্বপ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন