সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:
সিলেটের দোয়ারাবাজার উপজেলার নরসিপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মানবিক সংগঠন ‘দ্বীনেরটুক যুব ঐক্য পরিষদ’ আবারও দেখালো সামাজিক দায়িত্ববোধের অনন্য নজির। সংগঠনটির উদ্যোগে পূর্ব পাড়া জামে মসজিদের সাপ্তাহিক দারুল ক্বিরাত ঘর নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ জুন) জুমার নামাজের পর দ্বীনেরটুক পূর্ব পাড়া জামে মসজিদের উত্তর পাশে ঘর নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎ, সাহসী ও স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চারবারের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান।
অনুষ্ঠানে দ্বীনেরটুক যুব ঐক্য পরিষদের সভাপতি মোঃ সানোয়ার হোসেন বলেন,
“আলহামদুলিল্লাহ, আজ আমাদের সংগঠনের ৪১তম প্রকল্প সম্পন্ন হলো। প্রতিদানে কিছু না চেয়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত মানবতা ও মনুষ্যত্ববোধ প্রকাশ পায়।”
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ সুলতান আহমদ, মসজিদের সাবেক মুতাওয়াল্লী হাজী গোলাম মোস্তফা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল আহমেদ, সহ-সভাপতি মোঃ কয়েছ আহমেদ, ধর্ম সম্পাদক মোঃ আনিছ আলী, এবং অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্যোগটি এলাকার মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সবাই আশা প্রকাশ করেন, এই ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষাংশে মোনাজাত ও আপ্যায়নের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।