আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল ইসলামপুর এলাকা থেকে মো. জিহাদ (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ জিহাদ শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের চর জিংকিং এলাকার বাসিন্দা। বর্তমানে সে মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারের গোলাম মর্তুজা মাদ্রাসায় অধ্যয়নরত।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৪ জুন ২০২৫, মঙ্গলবার বিকাল ৩টার দিকে জিহাদ নিখোঁজ হয়। ঘটনার দিন দুপুরে মাদ্রাসার পাশেই থাকা তার ফুফুর বাড়িতে খাবার খেয়ে সে মাদ্রাসায় ফিরে আসে। এরপর বিকেলে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে মাঠে খেলতে গিয়ে আর ফিরে আসেনি। সেখান থেকেই জিহাদ নিখোঁজ হয় বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও জিহাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের দাবি, বিষয়টি নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন তারা।
নিখোঁজ জিহাদের সন্ধানে সহযোগিতা চেয়ে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে— কেউ যদি তার খোঁজ পেয়ে থাকেন বা কোনো তথ্য জানেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে:
যোগাযোগ: আবিদ মাহমুদ — ০১৮৮৯১৭৫৪৬৭
জিহাদের দ্রুত সন্ধান কামনা করে পরিবার, মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।