মোঃ শামসুল আলম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলায় নারী উদ্যোক্তাদের কৃষি যান্ত্রিকীকরণে সহায়তা প্রদানে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) বা জেসমিন প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে অংশগ্রহণ করেন স্থানীয় কৃষি কর্মকর্তারা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
শনিবার (২৮ জুন) মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। এতে অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় এবং কো-অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ অংশীদারিত্বে বাস্তবায়নাধীন জেসমিন প্রকল্পের মাধ্যমে ২৬ জন নারী উদ্যোক্তার মাঝে ৩৫% ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা
মোঃ শাহ আলম, এসএপিপিও
বিশ্বজিৎ সরকার ও কামরুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা
রেবেকা সুলতানা, পুষ্টি কর্মকর্তা, জেসমিন প্রকল্প
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও পুষ্টি উন্নয়নের লক্ষ্যে কৃষি যান্ত্রিকীকরণ অত্যন্ত জরুরি। এ ধরনের প্রকল্প শুধু উৎপাদন বাড়াবে না, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও বড় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ‘জেসমিন’ প্রকল্পের মূল লক্ষ্য হলো—পুষ্টিকর খাদ্য উৎপাদন, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং কৃষিতে নারী অংশগ্রহণ ও নেতৃত্বকে উৎসাহিত করা।
স্থানীয় নারী উদ্যোক্তারা পাওয়ার টিলার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন।