রিপোর্টার:
এইচ বি সুমন আলী, তালতলী (বরগুনা) প্রতিনিধি
বিস্তারিত:
বরগুনার তালতলী বাজারে মেসার্স গাজী অ্যালুমিনিয়াম স্টোরে হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকালে তালতলী বাজারে সাধারণ ব্যবসায়ী সদস্যদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন।
বক্তারা বলেন, “দোকানে হামলা ও লুটপাটের ঘটনায় আমরা হতবাক। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।” তারা অভিযোগ করেন, প্রশাসনের নীরব ভূমিকা ব্যবসায়ীদের উদ্বেগে ফেলেছে।
প্রতিবাদ সভায় আরও জানানো হয়, যদি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনা হয়, তবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, দোকান মালিক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২০ জুলাই (রবিবার) রাত ৮টার দিকে তালতলী বাজারে রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী মেসার্স গাজী অ্যালুমিনিয়াম স্টোরে হামলা চালিয়ে দোকানের মালামাল ভাঙচুর ও লুটপাট করে। ব্যবসায়ীরা দাবি করেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং বাজারে নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করেছে।