রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী অফিসের উদ্যোগে রাজশাহী মহানগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে বিএসটিআই-এর মানচিহ্নবিহীন ‘কেক, পাউরুটি, বিস্কুট ও মিষ্টান্ন’ উৎপাদন ও বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানের মালিককে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন বিএসটিআই রাজশাহী অফিসের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিএসটিআই-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।