December 7, 2025, 11:11 am

টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ

মিরাজ হুসেন প্লাবন

গাজীপুর প্রতিনিধি | Agami Sokal News,

টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া এক নারীকে অবশেষে ৩৬ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কোথায় পাওয়া গেলো মরদেহ?

মহিলার মরদেহ উদ্ধার করা হয় গাজীপুরা বাশপট্টির পিছনের বিল থেকে। স্থানীয়রা সকালে বিলের পাশ দিয়ে যাওয়ার সময় দেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে রাতে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে চলাচলের সময় হঠাৎ করে পা পিছলে ওই নারী ড্রেনে পড়ে যান। রাতের অন্ধকারে তাকে আর খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা টিম ও পুলিশ যৌথভাবে টানা ৩৬ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে।উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন