সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন জুবায়ের আহমেদ (২৬) নামের এক ছাত্রলীগ নেতা। তিনি ছৈলা আফজলাবাদ
ইউনিয়নের রাধানগর-নোয়াপাড়া গ্রামের মনজুর আহমদের পুত্র এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, জুবায়ের আহমেদ ছাতক থানার মামলা নং-২৮, তারিখ: ২২.০৭.২০২৫ এর সন্দেহভাজন আসামি। মঙ্গলবার রাতে ছাতক থানার
উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাখখারুল ইসলাম, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই শরীফুল আলম, এসআই মো. সিকান্দর আলী ও এসআই
রাহিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,
“বুধবার (২৩ জুলাই) তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।”