September 3, 2025, 4:05 pm

রাজবাড়ীরতে ৭ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মিরাজ হুসেন প্লাবন

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ১৫শ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে প্রশাসন। পরে এসব জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় একজন জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বালিয়াকান্দি থানা পুলিশ, আনসার সদস্য ও মৎস্য বিভাগের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিন শতাধিক জাল জব্দ করা হয় এবং পরে রাজবাড়ী পৌর শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে আগুনে ধ্বংস করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন হাসান। তিনি জানান, “মাশালিয়া বিলের মাছ ও জীববৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাছের প্রজনন নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন, আনসার সদস্য ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন