October 16, 2025, 11:26 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

রংপুরে বেরোবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মুসফিকুর রহমান

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘ওয়ার্কশপ অন রিসার্চ ম্যাথডোলজিস ফর ফ্যাকাল্টি’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, বর্তমান সরকার উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একইসঙ্গে শিক্ষকদের গবেষণা কার্যক্রমকে যুগোপযোগী, মানসম্পন্ন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

উপাচার্য আরও বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদান করেই দায়িত্ব শেষ করতে পারেন না; জ্ঞানচর্চা, নতুন আবিষ্কার ও উদ্ভাবনী শক্তি বিকাশের মাধ্যমে জাতিকে এগিয়ে নিতে হয়। গবেষণার মান উন্নত হলে বিশ্ববিদ্যালয়ের অবস্থানও বিশ্ব পরিমণ্ডলে শক্তিশালী হবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন বেরোবি আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। তিনি গবেষণা প্রস্তাবনা, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং গবেষণালব্ধ ফলাফলকে নীতি প্রণয়নে কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেন।

এ কর্মশালায় বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিবও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন