December 7, 2025, 2:22 am

ভোলা: প্রেমের বিয়ে মেনে নিল না মেয়ের পরিবার, অশান্তি দুই গ্রামে

মিরাজ হুসেন প্লাবন

নিজস্ব প্রতিবেদক, ভোলা:
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে এক দম্পতি বিয়ে করলেও মেয়েপক্ষের পরিবার সেই বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। এতে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ও অশান্তি দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেলিম মাস্টার বাড়ির (হাওলাদার বাড়ি) মেয়ে মারিয়া মিম এবং দুলার হাট থানার নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাজল সর্দার বাড়ির ছেলে মোঃ শাহিন শুভ দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। পরিবারের অমতে সম্প্রতি তারা কোর্ড ম্যারেজ করেন।

বিয়ের খবর প্রকাশের পর থেকেই মিমের মা মোসাঃ রুজিনা তীব্র আপত্তি জানিয়ে মেয়েকে স্বামীর ঘরে যেতে বাধা দিচ্ছেন। তিনি অভিযোগ করে বলেন,

“ছেলেটির পরিবার আর্থিকভাবে দুর্বল, মেয়েকে ঠিকভাবে দেখাশোনা করতে পারবে না। আমি চাই না মেয়ে সারাজীবন কষ্ট পাক।”

অন্যদিকে, শাহিন শুভ বলেন,

“আমরা একে অপরকে ভালোবাসি। আমরা কোর্ডের মাধ্যমে বৈধভাবে বিবাহ করেছি। আমি আমার স্ত্রীকে সুখে রাখব — এটাই আমার অঙ্গীকার।”

এ ঘটনায় দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দিলেও ছেলের পরিবার সমাধানের জন্য একাধিকবার স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেয়। তবে মেয়ের মা কোনোভাবেই রাজি হচ্ছেন না। এমনকি ছেলেকে ভয়ভীতি ও শারীরিকভাবে আক্রমণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয় সমাজকর্মী রোকেয়া মেম্বার বলেন,

“বর্তমান সমাজে তরুণ–তরুণীরা ভালোবাসার ভিত্তিতে বিয়ে করছে, যা বাস্তবতার অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পারিবারিক সম্মতি না থাকলেই এমন বিরোধ দেখা দেয়।”

সূত্র: স্থানীয় সংবাদদাতা, চরফ্যাশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন