October 16, 2025, 9:32 pm
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

সুনামগঞ্জ ছাতকে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

জুনেদ আহমেদ রুনু

সুনামগঞ্জ জেলা, ছাতক (প্রতিনিধি: জুনেদ আহমদ রুনু) :

ছাতক উপজেলার ইউএনও তরিকুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদে শনিবার (১৩ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সর্বস্তরের সচেতন জনগণ, গোবিন্দগঞ্জ হকার ব্যবসায়ী সমিতি, অটোবিকশা শ্রমিক ইউনিয়ন, ক্ষুদ্র ব্যবসায়ী সমরায় সমিতি, জেলা হিউম্যান হিলার শ্রমিক ইউনিয়ন ও কৃষক সমাজসহ মোট পাঁচটি সংগঠনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গোবিন্দগঞ্জ মৎস্য সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ। বক্তারা অভিযোগ করেন, ধানক্ষেতে শুটিং ও বালু–পাথর সিন্ডিকেটের কাছ থেকে বড় অংকের অর্থের বিনিময়ে সময় টিভির স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম ইউএনওকে জড়িয়ে মানহানিকর ও বানোয়াট সংবাদ পরিবেশন করেছেন।

বক্তারা বলেন, প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের সংবাদ সম্প্রচার করা নৈতিক সাংবাদিকতার পরিপন্থী এবং প্রশাসন ও সাংবাদিকতার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। এছাড়া কিছু ঠিকাদার বিভিন্ন উন্নয়ন কাজ না করলেও কোটি কোটি টাকার বিল তুলতে না পেরে ইউএনও’র বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। সম্প্রতি বালু চুরির সময় ধরা পড়া এক ব্যক্তিকে কৃষক সাজিয়ে অপপ্রচার চালানোও তাদের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসাথে তারা প্রশাসন ও গণমাধ্যমের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “সত্য সংবাদ জাতির পথপ্রদর্শক, অপপ্রচার নয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন