নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ মাহবুবুর রহমান:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরের পানিতে গোসল করার সময় দুই শিশু মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, সাইজাদী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ (৭) এবং একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুর রহমান জাহেদ (৫)।
পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, রোববার সকাল ১১টার দিকে আনিছ ও জাহেদ বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় তারা অল্প পানিতে নামলেও একপর্যায়ে গভীর পানিতে চলে গেলে ডুবে যায়।
পরিবার initially ভেবেছিল তারা পাশের বাড়িতে খেলা করছে। দুপুর ১২টার দিকে তাদের মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আরও জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এই মৃত্যু ঘটে।