রাজবাড়ী প্রতিনিধি : মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আসন্ন সারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, বালিয়াকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, বালিয়াকান্দি থানার অফিসার্স ইনচার্জ জামাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আলী মিয়া, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক হরষিত ঘোষসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।