December 23, 2024, 8:19 am
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে শুক্রবার যোগ দেবেন প্রধানমন্ত্রী

মুক্তার মাহমুদ স্টাফ রিপোর্টার:

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার মুন্সীগঞ্জের মাওয়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাওয়ায় বইছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার দিনভর চলেছে শেষ মুহূর্তের সাজসজ্জা। এরই মধ্যে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

প্রধানমন্ত্রীকে বরণ করতে মাওয়ার রাস্তার ৫০ হাজার লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক সফিকুল ইসলাম বলেন, সব মিলিয়ে এ সেতু তৈরিতে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে ৩০ হাজার ৯৯০ কোটি ৭৯ লাখ টাকা। এতে চূড়ান্ত বিলে প্রায় দেড় হাজার কোটি টাকা কম খরচ হয়েছে। তিনি আরও বলেন, ২০২২ সালের ২৬ জুন থেকে চালু হওয়া পদ্মা সেতুতে এখন পর্যন্ত প্রায় ১৭০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। সেতুটি টেকসই হবে অন্তত শত বছর।

টুঙ্গিপাড়ায় যাচ্ছেন দুই দিনের সফরে

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, দুই দিনের সফরে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে তিনি বিকেলে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেবেন। সন্ধ্যায় তিনি পিতৃভূমি টুঙ্গিপাড়া পৌঁছবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করেছে।

প্রধানমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে অংশ নেবেন দোয়া-মোনাজাতে।

শনিবার বঙ্গবন্ধুর বাল্যশিক্ষার বিদ্যাপীঠ টুঙ্গিপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে ‘এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক’ অ্যালবামের মোড়ক উম্মোচন করবেন। এরপর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন।

এ ছাড়া দলীয় নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স ধোয়া-মোছাসহ সৌন্দর্যবর্ধনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সড়কে ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। তিনি শনিবার বিকেলে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন বলে জানা গেছে।#
মহ/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন