December 22, 2024, 11:37 pm
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

ইসরায়েলে মাইকে আজান নিষিদ্ধ: বিতর্কের ঝড়

মিরাজ হুসেন প্লাবন

ইসরায়েল মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান চালিয়ে গাজার একাধিক এলাকা ধ্বংস করার পর এবার মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করেছে।

রোববার (১ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এবং চ্যানেল ১২-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গভীর মসজিদে মাইকে আজান বন্ধের নির্দেশনা দিয়ে পুলিশকে দ্রুত তা কার্যকর করার আদেশ দিয়েছেন।

নির্দেশনা অনুযায়ী, মসজিদে লাউড স্পিকার ব্যবহারের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে এবং যারা আইন ভাঙবে তাদের জরিমানার আওতায় আনা হবে।

ইতমার বেন গভীর সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তকে “গর্বের বিষয়” হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, “এ সিদ্ধান্ত মসজিদের অহেতুক শব্দের অবসান ঘটাবে, যা ইসরায়েলের নাগরিকদের জন্য একটি বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।”

তবে এ সিদ্ধান্ত ঘিরে বিরোধী নেতারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ইসরায়েলের লেবার পার্টির সদস্য এমকে গিলাদ কারিভ সতর্ক করে বলেন, “বেন গভীর ইসরায়েলকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি একটি সংকট তৈরি করছেন যা ভবিষ্যতে আরও বড় ক্ষতির কারণ হতে পারে।”

আরব নেতারা এ সিদ্ধান্তকে বর্ণবাদী বলে উল্লেখ করেছেন। হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবি বলেন, “বেন গভীরের এই নীতি আরবদের প্রতি বিদ্বেষ ও নিপীড়নের প্রতিফলন। এমন একজন উগ্র মন্ত্রীর কার্যক্রম পরিচালনার দায় নেতানিয়াহুর।”

ইসরায়েলের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন