ইসরায়েল মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান চালিয়ে গাজার একাধিক এলাকা ধ্বংস করার পর এবার মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করেছে।
রোববার (১ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এবং চ্যানেল ১২-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গভীর মসজিদে মাইকে আজান বন্ধের নির্দেশনা দিয়ে পুলিশকে দ্রুত তা কার্যকর করার আদেশ দিয়েছেন।
নির্দেশনা অনুযায়ী, মসজিদে লাউড স্পিকার ব্যবহারের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে এবং যারা আইন ভাঙবে তাদের জরিমানার আওতায় আনা হবে।
ইতমার বেন গভীর সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তকে “গর্বের বিষয়” হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, “এ সিদ্ধান্ত মসজিদের অহেতুক শব্দের অবসান ঘটাবে, যা ইসরায়েলের নাগরিকদের জন্য একটি বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।”
তবে এ সিদ্ধান্ত ঘিরে বিরোধী নেতারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ইসরায়েলের লেবার পার্টির সদস্য এমকে গিলাদ কারিভ সতর্ক করে বলেন, “বেন গভীর ইসরায়েলকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি একটি সংকট তৈরি করছেন যা ভবিষ্যতে আরও বড় ক্ষতির কারণ হতে পারে।”
আরব নেতারা এ সিদ্ধান্তকে বর্ণবাদী বলে উল্লেখ করেছেন। হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবি বলেন, “বেন গভীরের এই নীতি আরবদের প্রতি বিদ্বেষ ও নিপীড়নের প্রতিফলন। এমন একজন উগ্র মন্ত্রীর কার্যক্রম পরিচালনার দায় নেতানিয়াহুর।”
ইসরায়েলের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।