August 6, 2025, 9:47 pm
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে কেশবপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি চাঁপাইনবাবগঞ্জে গণ-অভ্যুত্থান দিবসে উত্তেজনা, দুই পক্ষের ধস্তাধস্তি! রাতে দোকান বন্ধ থাকা অবস্থায় ঘটে চুরির ঘটনা মুন্সিগঞ্জে আলু চাষিরা দুশ্চিন্তায়: দাম কম, উৎপাদন খরচ ওঠেনা শহীদ পরিবারের পাশে সরকারি কর্মকর্তারা আধুনিক জলযান নির্মাণ প্রকল্প পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা রূপনগরে সবুজ বিপ্লব: জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ঢাকা-১৪-এ আস্থার ঢেউ: মুন্সি আঞ্জুকে ঘিরে গণজোয়ার যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা

শেরপুরে সূর্যমুখী বাগানে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়, বাড়ছে কৃষি পর্যটন

মিরাজ হুসেন প্লাবন

মোঃ মুক্তার হোসেন, শেরপুর প্রতিনিধি

শেরপুরের শেরী ব্রিজ সংলগ্ন মৃগী নদীর অববাহিকায় বিস্তৃত সূর্যমুখী ফুলের বাগান দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হলুদ সূর্যমুখীর অপরূপ শোভা উপভোগ করতে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা।

নয়া উদ্যোক্তাদের উদ্যোগে সাড়ে ৪ একর জমিতে গড়ে ওঠা এই সূর্যমুখী বাগান এখন শেরপুরের অন্যতম দর্শনীয় স্থান। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি দর্শনার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন সেলফি তোলায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় এর জনপ্রিয়তা আরও বেড়েছে।

বাগানে প্রবেশের জন্য মালিকপক্ষ মাথাপিছু ৫০ টাকা ফি নির্ধারণ করেছে, যা থেকে প্রতিদিন ভালো পরিমাণ আয় হচ্ছে বলে জানিয়েছেন বাগান মালিক হায়দার আলী। তিনি বলেন, “ফুল ও গাছ রক্ষায় কর্মী নিয়োগ দিতে হয়েছে, তাই ক্ষতি পোষাতে টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে।”

স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক হুমায়ুন কবির জানান, সূর্যমুখী তেল অত্যন্ত উপকারী ও এর বাজারদর বেশি হওয়ায় কৃষকদের জন্য এটি লাভজনক চাষ। ফলে অন্যান্য কৃষকরাও সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন।

বিনথিয়া নামে এক দর্শনার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমরা আগে শুধু ছবিতে সূর্যমুখী ফুল দেখেছি, বাস্তবে এত বড় বাগান দেখে মুগ্ধ হয়েছি।” অপর দর্শনার্থী সাহিদা খাতুন বলেন, “পরিবারসহ এসেছি, অনেক ছবি তুলেছি, এমন সুযোগ বারবার আসে না।”

শেরপুরে সূর্যমুখীর জনপ্রিয়তা কৃষি পর্যটনের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই বাগান শুধু সৌন্দর্যের নয়, কৃষকদের জন্যও একটি লাভজনক সম্ভাবনা হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন