মো: সুমন হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ঘরাধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘জিংক ব্রি ধান-১০২’ বিষয়ক কৃষক মাঠ দিবস।
বুধবার (১৮ জুন) বিকেলে হারভেস্টপ্লাস বাংলাদেশ এর বাস্তবায়নে ইএসডিও পরিচালিত ‘রিয়েক্টস-ইন’ প্রজেক্ট এর আওতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাত জাহান লিমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ শাহিনুল কবির।
এছাড়াও মাঠ দিবসে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, রিয়েক্টস-ইন প্রজেক্টের ফোকাল পারসন কৃষিবিদ মোঃ আশরাফুল আলম এবং পিও মোঃ মিজানুর রহমানসহ অনেকে।
মাঠ দিবসে ‘ব্রি ধান-১০২’ সহ জিংক সমৃদ্ধ ধানের উপকারিতা, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা, নিয়মিত জিংকযুক্ত ভাত খাওয়ার সুফল এবং ব্রি-১০২ জাতের বৈশিষ্ট্য নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের মধ্যে পুষ্টিসমৃদ্ধ ধান চাষে আগ্রহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি, পুষ্টিহীনতা দূরীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।