July 7, 2025, 10:42 pm

বাসের ধাক্কায় দুই ভাই নিহত

আক্কাছ আলী

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়ায় চলন্ত বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভবেরচর দড়িবাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাহমুদুল হাসান (৩১) এবং কাশিমপুর গ্রামের মেহেদী হাসান (৩০)। নিহত মাহমুদুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি তিশা পরিবহনের বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “ঘটনার পরপরই তিশা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের একজন ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন