আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ জুন) ভোররাতে হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী একটি নৈশকালীন যাত্রীবাহী বাস ‘হামদান এক্সপ্রেস’ চলন্ত অবস্থায় একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানে অবস্থিত সড়কদ্বীপের রেলিংয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।
শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। ফলে নিহতের সংখ্যা দাঁড়ায় ৪ জনে।
নিহতদের মধ্যে ঘটনাস্থলে মারা যান যশোর জেলার জালাল উদ্দিন (৬৫) ও জিল্লুর রহমান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাসের যাত্রী ডা. আব্দুল হালিম এবং ট্রাকের হেলপার হাসিব।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমাদের শ্রীনগর ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ঘটনাটি খুবই মর্মান্তিক। মোট ১৬ জন আহত ও ৪ জন নিহত হয়েছেন।”
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।