রিপোর্টার:
এইচ বি সুমন আলী, তালতলী (বরগুনা) প্রতিনিধি,
বিস্তারিত:
“যদি কেউ পানিতে ডুবে যেতে চায়, সবাই মিলে প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে পালিত হলো বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস ২০২৫।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদে Centre for Injury Prevention and Research, Bangladesh (CIPRB), Lifeboats এবং Princess Charlene of Monaco Foundation-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন এবং শিশুদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CIPRB-এর উপ-পরিচালক আবুল বরকত এবং সঞ্চালনা করেন প্রজেক্ট এরিয়া কো-অর্ডিনেটর রজত সেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।
CIPRB থেকে সাঁতার শেখা শিশুদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়।
বক্তারা বলেন, শিশুদের সাঁতার শেখানো এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পানিতে ডুবে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল, একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু, CIPRB-এর ডেপুটি কমিউনিকেশন ম্যানেজার ফারহানা ফেরদৌস, অ্যাসিস্ট্যান্ট এমইএল ম্যানেজার অংশুমান সরকারসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও স্থানীয় শিশু-কিশোররা।