মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কান্দারবাড়ি এলাকায় পদ্মা নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। প্রতিদিনই নদী গিলে খাচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা। ভাঙনের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় শত শত পরিবার।
এলাকাবাসীর অভিযোগ, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার দাবি জানালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে আরও বহু বাড়িঘর।
স্থানীয় বাসিন্দা সাঈদ খান বলেন, “শুধু অস্থায়ী ব্যবস্থা নয়, এখানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা জরুরি। নইলে প্রতি বর্ষায় আমরা একই দুর্ভোগে পড়ব।”
ক্ষতিগ্রস্ত আল-আমিন বেপারী জানান, “আমাদের চোখের সামনে নদী সবকিছু গিলে খাচ্ছে। প্রশাসনের কাছে জিও ব্যাগের দাবি জানালেও স্থায়ী বাঁধ ছাড়া নিরাপদ থাকা সম্ভব নয়।”
স্থানীয় জনপ্রতিনিধিরাও স্বীকার করেছেন, স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এ এলাকায় ভাঙন রোধ সম্ভব নয়। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এদিকে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনর্বাসন ও নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।
টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “কান্দারবাড়ি এলাকায় খুব শিগগিরই জিও ব্যাগ ফেলা হবে।”