October 16, 2025, 9:32 pm
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

সুনামগঞ্জ ছাতক: জাউয়া সাহিত্যিক পাড়া ‘মাদকমুক্ত এলাকা’ ঘোষণা

মিরাজ হুসেন প্লাবন

সুনামগঞ্জ প্রতিনিধি: মোঃ মোশাররফ হোসেন

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া সাহিত্যিক পাড়াকে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে স্থানীয় সচেতন যুবসমাজ।
সোমবার (৬ অক্টোবর) রাত ৯টায় অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। সভায় গঠন করা হয় ২১ সদস্যবিশিষ্ট একটি মাদকবিরোধী কমিটি।

সভায় সভাপতিত্ব করেন হাজী আছলম আলী, এবং সঞ্চালনা করেন মাহমুদ আলী।
সচেতন যুব সমাজের উদ্যোগে আয়োজিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—এলাকায় কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

সভায় বক্তব্য রাখেন—
আসক আলী, মুক্তার আলী, কমর উদ্দিন, কদ্দুস মিয়া, হাজী রুহুল আমিন, হাজী হেলাল উদ্দিন,
কামাল উদ্দিন (সাধারণ সম্পাদক, ব্যবসায়ী কমিটি),
শামিম আহমদ (সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী সমিতি)
এবং শুয়েব আহমদ (কোষাধ্যক্ষ, ব্যবসায়ী সমিতি)।

বক্তারা বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একজন মাদকসেবী বা কারবারির কারণে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। তরুণ সমাজকে এই অভিশাপ থেকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তারা আরও বলেন, “তরুণদের খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে—তবেই গড়ে উঠবে মাদকমুক্ত প্রজন্ম।”

সভা শেষে আনুষ্ঠানিকভাবে জাউয়া সাহিত্যিক পাড়াকে ‘মাদকমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়।
একই সঙ্গে জানানো হয়—মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য এলাকাবাসীর মাঝে নিয়মিত প্রচার, সভা ও সামাজিক কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন