December 7, 2025, 7:33 am

দেশজুড়ে বিজয়ের মাসের আবহ-বাংলাদেশজুড়ে গৌরবের সূচনা

মিরাজ হুসেন প্লাবন

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর।
৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা–বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতার মাস এবারও ফিরে এসেছে গৌরব, শোক ও অপরিমেয় ত্যাগের স্মৃতি নিয়ে।

বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধের মধ্য দিয়ে জাতি পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং লাল–সবুজের পতাকা। তাই ডিসেম্বর মাস বাঙালির জাতীয় পরিচয়, বিজয় ও অহংকারের প্রতীক।

১৬ ডিসেম্বর আসে আমাদের চূড়ান্ত বিজয়ের দিন। ভাষাভিত্তিক জাতীয়তাবাদ থেকে শুরু হওয়া আন্দোলনের পূর্ণতা মেলে এ দিনে, যখন বিশ্বসভায় স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।

এ মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি, রাজাকার–আলবদর–আলশামসদের সহযোগিতায়, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে—যার নিষ্ঠুরতা বিশ্ব ইতিহাসে বিরল।

১৯৭১ সালের ডিসেম্বরের শুরু থেকেই মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ এবং ভারতীয় মিত্রবাহিনীর যৌথবাহিনীর সাঁড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি হানাদাররা। অবশেষে ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণে বাধ্য হয় তারা।

এর মধ্য দিয়ে সমাপ্ত হয় ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং বাংলাদেশ অর্জন করে হাজার বছরের স্বপ্নের চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন