October 17, 2025, 11:24 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি সহস্রাধিক রোগী।

মিরাজ হুসেন প্লাবন

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা দীর্ঘ হচ্ছে। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,০৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছর নভেম্বরের প্রথম ২০ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১১২ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে। এর মধ্যে গত অক্টোবরেই ১৩৫ জন মারা যান। মৃতদের মধ্যে নারীর সংখ্যা তুলনামূলক বেশি। এ বছর এখন পর্যন্ত ৮৩,১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৪৭ জন ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন: ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৮৩ জন, খুলনায় ১৪৫ জন, চট্টগ্রামে ১২৮ জন, বরিশালে ১১১ জন, রাজশাহীতে ৬৫ জন, ময়মনসিংহে ৩৮ জন, রংপুরে ১২ জন এবং সিলেট বিভাগে ৭ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে ১,৭০৫ জন মারা গিয়েছিলেন এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩,২১,১৭৯।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন