December 23, 2024, 4:13 am
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

হাসিনার সঙ্গে বন্ধুত্ব টিকাতে ১৮ কোটি মানুষের বিরুদ্ধে ভারত: ডা. রিপন

মিরাজ হুসেন প্লাবন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে আওয়ামী লীগের সন্তুষ্টির জন্য ভারতের অবস্থান বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিপরীতে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. আসাদুজ্জামান রিপন।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. রিপন বলেন, “ভারতে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করছে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের হুমকি সৃষ্টি করছে।”

তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তৃণমূল পর্যায়ে ঐক্যের ভিত্তি মজবুত করতে হবে। সুবিধাবাদীদের ঠাঁই বিএনপিতে আর হবে না। কেউ দলের নাম ভাঙিয়ে দখলবাজি বা চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

৫ আগস্টের সরকার পতন:
তিনি উল্লেখ করেন, “৫ আগস্টের সরকার পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন সূচনা হয়েছে। অতীতের মত দলীয় অপকর্ম মানুষ দেখতে চায় না। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার নিশ্চিত করতে সুশাসন প্রতিষ্ঠা জরুরি।”

তিনি আরও বলেন, “তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা হবে। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, তারা কোনো শক্তির কাছে মাথানত করবে না।”

আলোচনা সভার পরিবেশ:
সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে সভায় অংশ নেন।

সভায় বক্তারা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বিএনপির অবস্থান ও লক্ষ্য স্পষ্ট করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন