October 17, 2025, 11:15 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

ছক্কায় মাহমুদউল্লাহর ডাবল সেঞ্চুরি, অন্যরা কে কোথায় ??

মোঃ নিজামুল ইসলাম

বাংলাদেশের ক্রিকেটে যত ব্যক্তিগত অর্জন তার সবখানেই আছে পঞ্চপাণ্ডবের নাম। সেই পাণ্ডবদের একজন গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছাড়িয়ে গেছেন বাকিদের। ছক্কায় ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন মাহমুদউল্লাহ। এ তালিকায় তিনিই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যার ডাবল সেঞ্চুরি পূর্ণ হলো ছক্কায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের ৫৪তম ফিফটির দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ। আর এই ফিফটি হাঁকানো ইনিংসের পথে ৪৪ বলের ইনিংসে সমান ৩টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ। আর তাতেই দেশের সর্বাধিক ছক্কার মাইলফলক নিজের করে নিয়েছেন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহর আগে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল তামিম ইকবালের। তিন ফরম্যাটে এই ওপেনারের ছক্কার সংখ্যা ১৮৮টি। সেটি মাহমুদউল্লাহ আগেই ছাড়িয়ে গিয়েছিলেন। এবার প্রথম বাংলাদেশি হিসেবে তিন ফরম্যাটে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

তিন ফরম্যাটে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করতে মাহমুদউল্লাহকে ৪৩০ ইনিংস ব্যাট করতে হয়েছে। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা তামিম ১৮৮ ছক্কা হাঁকাতে ব্যাট করেছেন ৪৪৮ ইনিংস।

এ তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান মুশফিকুর রহিমের। ৫২১ ইনিংস ব্যাট করে মুশফিকের ছক্কার সংখ্যা ১৭৩টি। সাকিব আল হাসান ৪৯১ ইনিংস ব্যাট করে ছক্কা হাঁকিয়েছেন মোট ১৩৫টি। পরের অবস্থান লিটন দাসের এই ব্যাটারের আন্তর্জাতিক ছক্কা সংখ্যা ১১৯টি। তিনি এই ছক্কা হাঁকাতে মোট ২৬৫ ইনিংস ব্যাট করেছেন।

এ তালিকায় সেঞ্চুরি পূরণ করা আরেক ব্যাটার সৌম্য সরকার। তার ছক্কা সংখ্যা ১০৯টি। ১৮২ ইনিংসে এই কীর্তি গড়েছেন তিনি।

মাহমুদউল্লাহর এমন মাইলফলকের ম্যাচটিও অবশ্য শেষ পর্যন্ত হারতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের দেওয়া ২৯৪ রানের লক্ষ্য ১৪ বল ও ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

 

সুত্রঃ যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন