নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল (বিএনটিপি) বগুড়ার শিবগঞ্জ উপজেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে সাইদী হাসান লেলিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রাসেল সরকার মনোনীত হয়েছেন।
কমিটির নেতৃত্বে যারা আছেন:
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল (বিএনটিপি) বগুড়া জেলা কমিটির সভাপতি এস.এম নূহের মাহমুদ (তমাল) ও সাধারণ সম্পাদক আলমগীর আলম স্বাক্ষরিত ঘোষণাপত্রে এই ১৩ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির সদস্যবৃন্দ:
সভাপতি: সাইদী হাসান লেলিন
সাধারণ সম্পাদক: রাসেল সরকার
সাংগঠনিক সম্পাদক: আবু বক্কর সিদ্দিক (তারেক)
সিনিয়র সহ-সভাপতি: শামিম আহম্মেদ
সহ-সভাপতি: আনোয়ারুল ইসলাম
যুগ্ম সাধারণ সম্পাদক: মাসুদ রানা
সহ-সাংগঠনিক সম্পাদক: মামুনুর রশীদ (মামুন)
দপ্তর সম্পাদক: আহসান হাবীব (নান্টু)
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: নুরুজ্জামান চুন্নু
প্রচার সম্পাদক: নুর আলম
নির্বাহী সদস্য: আবিদ হাসান, আবু সুফিয়ান, খাইরুল ইসলাম
নেতৃত্বের বার্তা:
বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ নবগঠিত শিবগঞ্জ উপজেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই কমিটি প্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বার্তা পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কমিটির নেতৃবৃন্দ দ্রুত কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।