চুয়াডাঙ্গা: মায়ের লাশ কাঁধে নিয়ে দাফনে যাচ্ছেন ছেলে, অথচ হাতে রয়েছে হাতকড়া। এমন একটি মর্মস্পর্শী ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবির ব্যক্তিটি চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন। এই ঘটনার পর সামাজিকমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
জানা গেছে, নাশকতা মামলায় গ্রেফতার হওয়ার পর গত ১৪ নভেম্বর থেকে কারাগারে ছিলেন জাহাঙ্গীর হোসেন। এরই মধ্যে তার মা আলেয়া খাতুন মঙ্গলবার (১০ ডিসেম্বর) মারা যান। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে পরিবারের আবেদনের ভিত্তিতে তাকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুলিশের প্রহরায় তিনি মায়ের দাফনে অংশ নেন। এ সময় তার হাতে হাতকড়া পরানো ছিল। এই হৃদয়বিদারক মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
পুলিশের ব্যাখ্যা
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম বলেন, “পরিবেশ পরিস্থিতি এবং আসামির ধরন অনুযায়ী পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। কখনো কখনো আসামির নিরাপত্তার স্বার্থে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়। তেমনি এ ক্ষেত্রেও আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তবে এই ঘটনা মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মহলে প্রশ্ন তুলেছে। কেউ এটিকে আইনগত দায়বদ্ধতার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ এটি অমানবিক হিসেবে বিবেচনা করছেন।
ছবিটি যেন কারো মন ছুঁয়ে গেছে, আবার কারো মনে ক্ষোভের জন্ম দিয়েছে। মানবিক ও আইনগত দৃষ্টিকোণ—উভয় দিক থেকেই ঘটনাটি আলোচনা সৃষ্টি করেছে।