ওবায়দুল্লাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে শাখা ছাত্রদল। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মসূচির সময় তারা এ কার্যক্রম সম্পন্ন করে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবারের আয়োজনে শিক্ষার্থীদের রাজনৈতিক সংগঠনগুলোর অংশগ্রহণে নিরুৎসাহিত করেছিল। পুষ্পস্তবক অর্পণের জন্য কোনো সংগঠনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। তবে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ায় আমরা ক্যাম্পাসের ভেতরে কোনো র্যালি করিনি। তবে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি। প্রক্টোরিয়াল বডি থেকে আমাদের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সে অনুযায়ী আমরা আবাসিক হল ও বিভাগগুলোর পর পুষ্পস্তবক অর্পণ করেছি।”