বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে—তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ আরও ৩০ জন এই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ইতোমধ্যেই কারাগারে রয়েছেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন এসএম মঈনুল করিম, যিনি আদালতকে জানান, আবু সাঈদ হত্যার তদন্ত প্রায় সম্পন্ন, এমনকি তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে এসেছে।
উল্লেখ্য, এই মামলার অভিযোগপত্র মূলত ২৯ জুন দাখিলের কথা থাকলেও, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ব্যস্ত থাকায় তা একদিন পর জমা দেওয়া হয়।
এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৪ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।
আবু সাঈদের হত্যাকাণ্ডের পেছনের ঘটনা ও দায়ীদের বিচার নিশ্চিত করতে এই মামলাকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে ঘটনার পূর্ণ চিত্র প্রকাশ পাওয়ার আশা করা হচ্ছে।