মিজানুর রহমান মিলন, (বগুড়া) প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুরের ফুলকোট নিউ স্টার ক্লাবের উদ্যোগে এক রাত্রিকালীন ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার
(১৫ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার আমরুল ইউনিয়নের বিখ্যাত ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দল অংশ নেয়। বিবাহিত দল ২-০ গোলে জয়লাভ করে। খেলায় সভাপতিত্ব করেন সাইদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আমরুল ইউনিয়ন শাখার অন্যতম নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম
বিপুল।
অনুষ্ঠানে বরেণ্য অতিথিদের মধ্যে ছিলেন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম আতিকুর রহমান
উল্লাস, এবং আমরুল ইউনিয়ন শাখার সভাপতি মুরাদুজ্জামান মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম, এমাদুর রহমান, মাহফুজুর
রহমান, মুকুল হোসেন, আব্দুল মোমিন ও আবু সাইদ।
খেলা পরিচালনা করেন রেফারি পাপ্পু এবং ধারাভাষ্যকার ছিলেন শিক্ষক এইচ এম হাবিব। প্রায় ৩-৪ হাজার দর্শকের উপস্থিতিতে খেলার পরিবেশ ছিল
উৎসবমুখর। সর্বসম্মতিক্রমে ফুলকোট নিউ স্টার ক্লাবের সভাপতি আজিজুল হাকিম নয়ন সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাজাহানপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম। এ রাত্রিকালীন ফুটবল খেলা এলাকার মানুষের মধ্যে নতুন
উদ্দীপনা ও বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দেয়।